রোনালদোর পর হ্যারি কেনের হ্যাটট্রিক
প্রকাশিত : ২০:০১, ২৪ জুন ২০১৮ | আপডেট: ২১:০১, ২৪ জুন ২০১৮
পানামার বিপক্ষে ইংল্যান্ড দলের প্রথম খেলোয়াড় হিসেবে রাশিয়া বিশ্বকাপে হ্যাটট্রিক করেন হ্যারি কেন।ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন এই ইংলিশ অধিনায়ক কেন।খেলার ২২ মিনিটের মাথায় গোল করেন হ্যারিকেন। এরপর ৪৫ ও ৬২ মিনিটে গোল করেন ইংলিশ এই আক্রমণাত্মক খেলোয়াড়। এই গোলের মধ্য দিয়ে ইংল্যান্ড ৬-১ গোলের ব্যবধানে খেলা শেষ করে।
ইংল্যান্ড বনাম পানামার ম্যাচের ২৪ মিনিটের মধ্যে চতুর্থ ফাউল করে পানামা। অন্যদিকে ৪৫ মিনিটে ৫ গোলের দেখা পায় ইংল্যান্ড। যে হারে ফাউল হচ্ছে, তার চেয়েও দ্রুত গতিতে গোল করছেন ইংল্যান্ডের হ্যারি কেন ও জন স্টোনসরা। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন হ্যারি কেন ও জন স্টোনস। এছাড়া একটি গোল করেন হেসে লিনগার্ড।
খেলার ৪৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হ্যারি কেন। এর আগে খেলার ২২ মিনিটে প্রথম গোল পেয়েছেন হ্যারি। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ২ গোল করেন হ্যারি কেন। সেই হিসেবে এবারের বিশ্বকাপে এনিয়ে পাঁচ গোল করেন ইংল্যান্ডের এই আক্রমণাত্মক খেলোয়াড়।
এসি